[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ হওয়া বিদেশী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইটারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সেলের সদস্য অধ্যাপক ড. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘তোমরা একুশ শতকের নাগরিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মেশার ক্ষমতা তােমাদর থাকতে হবে। ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালগুলোর সাথে পারস্পরিক শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চায় ভিন্ন মাত্রায় নিয়ে যাবে।’
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমান শ্রীলংকা, নেপাল, ভারত, সােমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ ছাত্র-ছাত্রী স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচ.ডি শ্রেণিতে অধ্যয়নরত আছেন।