ইবিতে বিএড ও এমএড ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

মঙ্গলবার, মার্চ ৩, ২০২০,৬:১৮ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন বিএড, এমএড ও লাইব্রেরী ম্যানেজমেন্টে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ৬ মার্চ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার (০২ মার্চ) আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য সূত্রে, এবছর বিএড এ ৭৫ টি আসনের বিপরীতে ১১০ জন, এমএড এ ৫০ টি আসনের বিপরীতে  ৫০ জন এবং লাইব্রেরী ম্যানেজমেন্টে ৪০ টি আসনের বিপরীতে ৪৩০ জন আবেদন করেছেন । ভর্তির জন্য শিক্ষার্থীদের ৩০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিক্ষার সময় থাকবে ৩০ মিনিট।

এ বিষয়ে আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা গ্রহণের সকল কার্যক্রম সম্পন্ন করেছি। উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করি।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে