[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন বিএড, এমএড ও লাইব্রেরী ম্যানেজমেন্টে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ৬ মার্চ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার (০২ মার্চ) আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য সূত্রে, এবছর বিএড এ ৭৫ টি আসনের বিপরীতে ১১০ জন, এমএড এ ৫০ টি আসনের বিপরীতে ৫০ জন এবং লাইব্রেরী ম্যানেজমেন্টে ৪০ টি আসনের বিপরীতে ৪৩০ জন আবেদন করেছেন । ভর্তির জন্য শিক্ষার্থীদের ৩০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিক্ষার সময় থাকবে ৩০ মিনিট।
এ বিষয়ে আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা গ্রহণের সকল কার্যক্রম সম্পন্ন করেছি। উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করি।’