[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র্যালি বের করে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে মিলিত হয়। পরে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন পরিষদের নেতাকর্মীরা।
এসময় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. আব্দুস শাহিদ মিয়া, অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতির মঙ্গল কামনায় মোনাজাত করে তারা।