ইবিতে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, জানুয়ারি ১৫, ২০২০,৬:৪৫ পূর্বাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের উদ্যোগে ছাত্র ইউনিয়নের খুলনা বিভাগীয় দুইদিন ব্যাপী সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিশ^বিদ্যালয়ের টিএসসির ১১৬ নম্বর কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়।

এসময় বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জি.কে সাদিকসহ খুলনা জোনের চারটি সংসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রবিবার কর্মশালার প্রথম দিনে বাংলাদেশের ইতিহাস ও ছাত্র আন্দোলনের উপর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল এবং শিক্ষা আন্দোলন ও সমাজ পরিবর্তনের আন্দোলনের উপর সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি এস.এম শুভ আলোচনা করেন। কর্মশালার দ্বিতীয় দিনেও বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি এস. এম শুভ। এছাড়াও কর্মশালা উপলক্ষ্যে ক্যাম্পাসে র‌্যালি ও টেন্টে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সংগঠনে খুলনা জোনের ঝিনাইদহ, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে