ইবিতে অপেক্ষমাণ তালিকায় ভর্তি সম্পন্ন: ফাকা আসন ৩৭২

রবিবার, জানুয়ারি ১২, ২০২০,৭:০৯ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম অপক্ষমান তালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে এখনো ফাঁকা রয়েছে ৩৭২টি আসন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে তথ্যটি জানা যায়।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মােট ২৩০৫টি আসনর মধ্যে মেধাতালিকায় ভর্তির পর ফাঁকা ছিল ৮৭২টি আসন। গত ২২ ডিসেম্বর থেকে প্রথম অপক্ষমান তালিকার সাক্ষাতকার ও ভর্তি কার্যক্রম শুরু হয়ে ৭ জানুয়ারী শেষ হয়।  মােট চারটি ইউনিটের মধ্যে প্রথম অপক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম শেষে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে কােন আসন ফাঁকা না থাকলেও বাকি তিন ইউনিটে ফাঁকা রয়েছে ৩৭২টি আসন। যা  দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি করানো হবে।

কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ১৮৪টি, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৪৮টি এবং বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রযুক্তি-প্রকৌশল অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটে ১৪০টি আসন ফাঁকা রয়েছে।
উল্লেখ্য, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)-তে জানা যাবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে