ইফতারের সময় বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত

শুক্রবার, মে ১০, ২০১৯,৯:৪৭ পূর্বাহ্ণ
0
57

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন ইরাকে । আরো ১৫ জন এ ঘটনায় আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্ব বাগদাদের জামিয়া বাজারে ইরাকি নাগরিকরা যখন ইফতার শুরু করেন, তখনই এই বোমা হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। খবর রয়টার্স ও ডেইলি সাবাহ।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়লে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ হামলার দায় স্বীকার করেছে আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে