ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করেছে ইরান

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯,৫:১৭ পূর্বাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইরানের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটিতে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে প্রবেশ করা যাচ্ছে না বিদেশি ওয়েবসাইটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) এ খবর জানায় রয়টার্স।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ে। এর পরদিন বুধবার এ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গত মাসের গণবিক্ষোভে অংশ নিয়ে নিহতদের স্বজনরা এ বিক্ষোভের ডাক দেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাঁদের নিয়ে স্মরণসভারও ঘোষণা দেওয়া হয় স্বজনদের পক্ষ থেকে। মূলত এরপরই শক্ত অবস্থানে যায় কর্তৃপক্ষ।

এর আগে গত নভেম্বরে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ  শুরু হয় ইরানে। ওই বিক্ষোভ কঠোর হাতে দমন করে সেদেশের কর্তৃপক্ষ। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে