[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সামজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নান ভুল হয়ে যায়! আর সেই ভুল যদি কেউ ধরিয়ে দেয় তাহলে ফেসবুক থেকে তাকে মোটা অংকের টাকা দেওয়া হয়। কিছু দিন আগেই চেন্নাইয়ের সিকিওরিটি রিসার্চার লক্ষণ মুথাইয়া ইনস্টাগ্রামের একটি বড় ভুল ধরিয়ে দেওয়ার জন্য ৩০ হাজার ইউএস ডলার পেয়েছিলেন। সেই ইনস্টাগ্রামেরই আবারো ভুল ধরিয়ে দিলেন তিনি। এবার তিনি পেলেন ১০ হাজার ইউএস ডলার।
প্রথম বার চেন্নাইয়ের বাসিন্দা লক্ষণ মুথাইয়া পেয়েছিলেন প্রায় ২৫ লাখ টাকার কাছাকাছি। আর এই বারে ফেসবুক থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা পেয়ে গেলেন। মুথাইয়াকে এ টাকা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির বিগ বাউন্টি প্রোগ্রামের পক্ষ থেকে।
কিন্তু ইনস্টাগ্রামের কী এমন ভুল ধরলেন মুথাইয়া, যার জন্য এত হইচই? মুথাইয়া আসলে যে ভুলটি ধরেছেন তা না ধরলে এতদিন যে কোনো হ্যাকার সহজেই ইনস্টাগ্রামের প্রোফাইল হ্যাক করতে পারতেন। কিন্তু মুথাইয়া যে ভুলটি ধরলেন, তা হলো ‘ইনসাফিশিয়েন্ট প্রোটেকশনস অন অ্যা রিকভারি এন্ডপয়েন্ট’।