[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ইতিহাস গড়া জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন আইসিসি’র সাবেক সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে এ অভিনন্দন জানান ।
অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেদেসের বিপক্ষে বাংলাদেশের এ ঐতিহাসিক জয় আমাদের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার বহিঃপ্রকাশ।
আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।