ইউনুস আলী শান্তি’র মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০,৯:০২ পূর্বাহ্ণ
0
44

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চূয়াডাঙ্গা জেলার ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মন্ডলির সদস্য বর্ষিয়ান নেতা কমরেড ইউনুস আলী শান্তি গত রাত ১টার সময় হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। মৃতুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

তিনি স্ত্রীসহ দুই মেয়ে এক ছেলে রেখে মারা যান। তিনি সুদীর্ঘ পার্টি জবীনে পাকিস্তান আমলের শেষ দিক থেকে বর্তমান সময় পর্যন্ত কর্মরত ছিলেন। জীবনে অনেক বাধা বিপত্তি মধ্যে পড়লেও তার রাজনীতির জীবন থেকে সরে দাঁড়াননি। আজ দুই বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

শারীরিক নানান জটিলতার মধ্যেও পার্টির দায়িত্ব পালন করেছেন। জেল, জুলুম, অত্যাচার তার জীবনে বেশ কয়েকবার ঘটলেও পার্টি থেকে অভ্যাহতি নিয়ে দূরে সরে যাননি। তার এই মৃত্যু চূয়াডাঙ্গা জেলা পার্টির জন্য বিরাট ক্ষতি। তার শোককে শক্তিতে পরিনত করে চূয়াডাঙ্গা জেলা পার্টি এগিয়ে যাবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি কমরেড ইউনুস আলী শান্তির মৃতুতে শোক ও শোকসন্তপ্ত পরিবার শোকাভূত পার্টির কমরেডদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে