[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভোলা থেকে ঢাকায় এনে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনায় আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, তিনি এখন ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ।
গত ১২ জুন থেকে ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন মাহমুদুল হক। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রবিবার রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ভোলা থেকে ঢাকায় আনা হয়।
রবিবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হয়। পরে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।
এর আগে আইন মন্ত্রণালয়ের পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুন রাত পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্কের প্রতিদিনের রিপোর্ট পর্যবেক্ষণ করছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এবিষয়ে সংশ্লিষ্ট সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিন রাত ১০ টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।


























