ইউএনও ওয়াহিদার চিকিৎসার সব রকম ব্যবস্থা নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০,১০:০৫ পূর্বাহ্ণ
0
58

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানম-এর চিকিৎসার কোন রকম ত্রুটি রাখা হয়নি। সময়মতো চিকিৎসা কেন্দ্রে আসার কারণে বড় রকম কোন ক্ষতি হয়নি। এখন তিনি ক্রমেই সুস্থ হচ্ছেন। তার স্বাভাবিক জ্ঞান ফিরে এসেছে। কথাও বলতে পারছেন। ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে আসছে। তবে আপাতত রোগীর ডান পাশর্^ অবশ হয়ে আছে। নিয়মিত থেরাপি দিলে আশা করা যায় তার শরীর পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তার চিকিৎসায় আরো কোন উন্নত ব্যবস্থা নেয়ার প্রয়োজন হলে সরকার দ্রুততার সাথে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্যমন্ত্রী গতকাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি হওয়া চিকিৎসাধীন ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে এসব কথা বলেন।

হাসপাতাল পরিদর্শনকালে নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডলসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে দেখা শেষে স্বাস্থ্যমন্ত্রী ৪৫০ শয্যাবিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউরোসয়েন্সেস ও হাসপাতালে ২০ শয্যার আইসোলেসন ওয়ার্ডসহ ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত স্ট্রোক ইউনিট পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।

দুপুরে স্বাস্থ্যমন্ত্রী নারায়নগঞ্জের মসজিদে বিস্ফোরণে আক্রান্তদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ যান এবং চিকিৎসাধীন রোগীদের ব্যাপারে খোঁজ নেন ও অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে