[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এর আগে গতকাল বলা হয়েছিলো, ৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। এরপর রিটার্ন দাখিলের জন্য সময় আর বাড়ানো হবে না।
আজ সোমবার দুপুরে সাংবাদিকদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ব্যক্তি পর্যায়ের করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে।