[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকার অদূরে আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা রিয়াজ নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা করেছে। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন পেটে গুলিবিদ্ধ ওই যুবক। এই ঘটনা ঘটে রবিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ‘স’ মিল রোড এলাকায়। গুলিবিদ্ধ মো. রিয়াজ (৪০) বাগেরহাট জেলার চিতলমারী সদর থানার আইয়ুব আলীর ছেলে। সে আশুলিয়ার পল্লি বিদ্যুৎ ‘স’ মিল রোডে টেলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহন ও কাঁচামালের আড়তে ব্যবসা করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানী মো. ফিরোজ জানান, রাতে তার দোকানে থাকা অবস্থায় অন্ধকারের মধ্যে হঠাৎ একজনকে চিৎকার দিয়ে দৌড়াতে দেখে তিনি এগিয়ে আসেন। পরে তার পূর্বপরিচিত রিয়াজ নামে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তিনি ঘটনাস্থল থেকে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিদের দ্রুত হেঁটে চলে যেতে দেখেন। তবে তাদের তিনি চিনতে পারেননি। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, দুই গ্রুপের মধ্যে পরিবহন ও কাঁচামালের আড়তে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।