আশুলিয়ায় চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড, মালামালসহ পুরো ট্রাক পুড়ে ছাই

বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০,৬:৪০ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আশুলিয়ায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মালামালসহ পুরো ট্রাকটি। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে থাকা বিপুল স্টেশনারিজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিকসহ আনুমানিক প্রায় ৭-৮ লাখ টাকার মালামালও পুড়ে যায় আগুনে।

স্থানীয় সূত্র জানায়, রাতে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে বিপুল স্টেশনারিজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিকসহ বিভিন্ন মালামাল নিয়ে পাবনায় যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে হঠাৎ এর পেছনের অংশে আগুন লাগে। দ্রুত তা পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আনুমানিক ৭-৮ লাখ টাকার মালামালসহ ট্রাকটি পুড়ে যায়। ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছে ফায়ার সার্ভিস। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে