আশুলিয়া বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুই জনের মৃত্যু

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯,৪:৫৭ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা দুটি বাসে ধাক্কা দিয়েছে ঢাকার অদূরে আশুলিয়ার রাস্তায়। এতে নিহত হয়েছেন দুই জন। এ ঘটনায় ফায়ার সার্ভিস আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেছে। এই দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বেতার কেন্দ্রের সামনে। তাৎক্ষণিকভাবে জানা গেছে নিহত দুজনের নাম জাহাঙ্গীর ও জলিল এবং তারা দুজনই পাবনা জেলার বাসিন্দা।

জাহাঙ্গীর আলম, ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের দুটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে যাত্রী নামাচ্ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহাদ পরিবহনের জাহাঙ্গীর ও জলিল নামে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ফায়ার সার্ভিস একই পরিবহনের আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে