[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পুলিশ এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভারের আশুলিয়ায়। সালেহা খাতুন (২৭) নামের নারীর লাশটি উদ্ধার করা হয় আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক এলাকা থেকে। সিরাজগঞ্জের চৌহালী থানার দ্বৈত গান্দী গ্রামের মোতালেবের মেয়ে সালেহা। তিনি পাবনারটেক এলাকায় মাহতাবের বাড়িতে পরিবারে সঙ্গে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে ওই নারীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।