আরো ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন চেন্নাই থেকে

শনিবার, মে ২, ২০২০,১০:৫৩ পূর্বাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চিকিৎসার জন্য গিয়ে আটকা পড়া আরো ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন ভারতের চেন্নাই থেকে। আজ শনিবার দুপুরে তারা দেশে ফেরেন ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দে অবতরণ করে দুপুর ২টা ৫০ মিনিটে। আগতদের মধ্যে ১৬৪ জন প্রাপ্তবয়স্ক ও ৩ জন শিশু। তারা সবাই ভারত থেকে স্বাস্থ্যসনদ নিয়ে এসেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে ২৫ এপ্রিল চেন্নাই শহরে আটকা পড়া ১৬৬ বাংলাদেশিকে দেশে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তার আগের দিন চেন্নাই থেকে ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে