[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশে নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে এ নিয়ে। হাসপাতালে চিকিৎসাধীন এরা প্রত্যেকেই। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন নতুন আক্রান্তের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল একজন গতকাল পর্যন্ত। কিন্তু আজকে আরেকজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হলো এ নিয়ে। এর আগে শুক্রবার করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনায় সর্বমোট ২০ জন আক্রান্তের কথা নিশ্চিত করে।