[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আমেরিকাকে মোকাবিলার ক্ষেত্রে উত্তর কোরিয়ার হারানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার প্রধান আলোচক কিম ইয়ং চোল। উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় সোমবার (৯ ডিসেম্বর) এ কথা বলেন তিনি।
এ সময় কিম চোল বলেন, ‘আমেরিকার এ ধরনের অন্তঃসারশূন্য হুমকিকে পিয়ংইয়ং ভয় পায় না। পিয়ংইয়ংয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করতে ওয়শিংটনকে চলতি বছরের শেষ পর্যন্ত যে সময় দেয়া হয়েছে তা আর নবায়ন করা হবে না। ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া সম্পর্কে তেমন কিছুই জানেন না।’
এ বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐকমত্য না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়। এরপর দুই কোরিয়া সীমান্তে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।