[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকসান হোসেন ভূঁইয়া গ্রেফতার হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো বসানোর অভিযোগে। বিসিবির এ পরিচালকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। এ ঘটনায় বিসিবির একাধিক পরিচালক বিব্রত হলেও সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কেউ অন্যায় করলে তার বিচার হবে। তাছাড়া তার দীর্ঘদিনের বন্ধু লোকমান ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেন বিসিবি সভাপতি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিজ বাসভবনে সাংবাদিকদের পাপন বলেন, ‘দেখুন এখানে বিব্রত হওয়ার কিছু নেই। যেটা বুঝি যে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। এটাতে তো কারও কোনো দ্বিমত হওয়ার কিছু নেই। এটুকু জানি যে এখন প্রধানমন্ত্রী যে পদক্ষেপটি নিয়েছেন এটাকে ভালো না বলার কোনো কারণ নেই। লোকমান হোসেন ভূঁইয়া ভাড়া দিয়েছে। সে যদি ক্যাসিনোর জন্য ভাড়া দিয়ে থাকে এবং সেটির সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিচার হবে।’
২০১২ সালের অক্টোবরে নাজমুল হাসানের হাত ধরেই লোকমান ক্রিকেট বোর্ডে আসেন। তার ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে পড়ায় বেশ অবাক পাপন। তিনি বলেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায়নি। সে জীবনে কোনো দিন জুয়া খেলেনি। এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো উপায় নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি, সেটাই বললাম। এখন প্রমাণিত হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটা কী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশে আইন আছে। তারা আগে দেখুক, বুঝুক। যে দোষ করেছে তার শাস্তি হবে, এটি নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই।’