আমি ভেবেছিলাম, আমাকে আপনারা ছুটি দেবেন: শেখ হাসিনা

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৯:০৬ পূর্বাহ্ণ
0
72

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি ভেবেছিলাম, আমাকে আপনারা ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিতে আবার সভাপতি নির্বাচিত হওয়ার পর এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে পরিবার হারানোর পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার শক্তি। আমার ৭৩ বছর বয়স হয়ে গেছে। আপনাদের নতুন করে ভাবতে হবে। আগামীতে নতুন নেতা নির্বাচন করতে হবে। সভাপতি পদে যেহেতু আর কোনো নামের প্রস্তাব আসেনি। তাই আমাকেই আপনারা নির্বাচিত করেছেন। দলের নেতাকর্মীদের নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন। সম্মেলনের শেষ দিন দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। দ্বিতীয় অধিবেশনে শেখ হাসিনাকে দলের সভাপতি ও ওবায়দুল কাদেরকে আবার সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন কাউন্সিলররা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে