আমির হোসেন আমু ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হওয়ায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

বুধবার, জুলাই ৮, ২০২০,১২:৩৫ অপরাহ্ণ
0
69

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ ৮ জুলাই এক বিবৃতিতে প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জনাব আমির হোসেন আমু ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হওয়ায় তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনাব আমু ষাটের দশকের সামরিক শাসনবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, এরশাদ স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে ১৪ দলের আন্দোলনে দৃঢ় ভূমিকা রেখেছেন। অসাম্প্রদায়িক শক্তির ঐক্য ও তাকে এগিয়ে নিতে তিনি তার অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন।

নেতৃবৃন্দ আশা করেন তিনি ১৪ দলকে আরও কার্যকর ভূমিকায় এগিয়ে নিবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে