আমার গাঙচিল যেন ডানা মেলে উড়তে পারে, সেই যত্ন সবাই নেবেন: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯,১০:৫৬ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিমানের সুনাম ফিরিয়ে এনে যাত্রীসেবার মান আধুনিকায়ন করার। বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি একথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যোগ হওয়া তৃতীয় ড্রিমলাইনার বোয়িং ‘৭৮৭-৮’ এর বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করে। আরো দুটো কার্গো বিমান রপ্তানি-আমদানির স্বার্থে দ্রুত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্য চূড়ান্ত করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

গত ২৫ জুলাই দেশে আসে একটানা ১৬ ঘণ্টা উড়তে পারা ড্রিমলাইনার বোয়িং ‘৭৮৭-৮’ মডেলের বিমানটি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে। বিমানটির নাম দেয়া হয় ‘গাঙচিল’ প্রধানমন্ত্রীর পছন্দে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালের আগের ছবিগুলো দেখবেন, তখন বিমানবন্দর কেমন ছিল। তখন কোনো বোর্ডিং বা সুবিধা ছিল না। আমরা এসে করে দিয়েছিলাম। আমার গাঙচিল যেন ভালোভাবে ডানা মেলে উড়তে পারে, সেই যত্ন সবাই নেবেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে সংযুক্ত নতুন ফ্লাইটগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে বলেন, রপ্তানি-আমদানির স্বার্থেই দ্রুত সময়ের মধ্যে দুটো কার্গো বিমান সংগ্রহ করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রয়োজন অনুসারে আমরা আরো বিমান কিনবো। তবে এর মধ্যে চাচ্ছি আরও দু’টি কার্গো বিমান কিনার। যাতে আমাদের আমদানি-রপ্তানি বাড়ে। তবে দামের বিষয়টি কোথায় কম পাওয়া যায় সেটি অবশ্যই দেখতে হবে।’

ধার করে আর বিমান কেনা হবে না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঋণগ্রহণ করে উড়োজাহাজ কেনা হলেও এখন থেকে বিমান কেনা হবে দেশের বিভিন্ন ব্যাংক থেকে নিজস্ব অর্থ ঋণের মাধ্যমে।


২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ২১০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে । এর আগে এগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হয়েছে। বাকি চারটি ড্রিমলাইনারের ২০১৮ সালে বাংলাদেশ বিমানের বহরে আকাশবীণা ও হংসবলাকা যুক্ত হওয়ার পর আজ যুক্ত হলো ড্রিমলাইনার গাঙচিল। সর্বশেষ ড্রিমলাইনার ‘রাজহংস’ সেপ্টেম্বরে দেশে আসার কথা রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে