আমরা বসে থাকব না, মামলা করব : মির্জা ফখরুল

শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২,১০:২২ অপরাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করতে চায়। এ জন্য হত্যা, হামলা, মামলা দেওয়া শুরু করেছে।

আজ শনিবার তিনি এ মন্তব্য করেন রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে। পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন নিহত হওয়ার প্রতিবাদ তিনি এ কথা বলেন।

গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তুলে মির্জা ফখরুল বলেন, এখন আবার আগের মতো আরেকটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সেই কারণে আবার তারা বিরোধী দলের উপর চড়াও হতে শুরু করেছে। গুলি করছে, ভাঙচুর করছে এবং হত্যা করছে মানুষকে।

মির্জা ফখরুল বলেন, ভোলায় দু’জনসহ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু করে আজ পর্যন্ত তিনকে তারা হত্যা করেছে এবং মামলায় আসামির সংখ্যা এখন প্রায় ২০ হাজার ছাড়িয়ে গেছে। এই মামলা দিয়ে, হামলা করে, আহত ও পঙ্গু করে আবারও তারা একই কায়দায় বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় এবং মাঠের ভিতরে একা থেকেই তারা নির্বাচন করতে চায়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে এসআইয়ের হাতে পিস্তল থাকার কথা তিনি চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেছেন। এর তদন্ত করে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। যদি না দেন আমরা বসে থাকব না। বসে নাই। ভোলাতে মামলা করেছি। নারায়ণগঞ্জেও মামলা করব। যতবার আপনারা বেআইনিভাবে আইন ভঙ্গ করে আমার ভাইদের ওপর অত্যাচার করবেন ততবার মামলা হবে।

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, আবদুস সালাম আজাদ, শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে