[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আমরণ অনশন কর্মসূচী তিন দিনের জন্য স্থগিত করেছেন পাটকল শ্রমিকরা শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের আশ্বাসে। তবে দাবি আদায় না হলে আবারো অনশন শুরু করবে ১৭ই ডিসেম্বর থেকে বলে জানিয়েছেন তারা। এ তথ্য জানান পাটকল শ্রমিক নেতারা শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে। গত চারদিন ধরে অনশন করে আসছিলো রাজশাহী, খুলনা, নরসিংদীর রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে। অচলাবস্থা সৃষ্টি হয় মিলগুলোতে এতে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায়।