আমরণ অনশনরত পাটকল শ্রমিকদের ১১ দফা অবিলম্বে মেনে নেবার দাবী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯,১০:১৮ পূর্বাহ্ণ
0
53

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি দেশব্যাপী পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচীকে পূর্ণ সমর্থন করে এক বিবৃতিতে পাটকল শ্রমিকদের অবিলম্বে মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি প্রদানসহ ১১ দফা দাবী মেনে নেবার জোর দাবী জানানো হয়।

বিবৃতিতে অনশনরত শত শত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে- সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সংকটের সমাধানের আহ্বান জানানো হয়। বিবৃতিতে যশোরের জে জে আই জুটমিলসহ বিভিন্ন জুটমিলে আন্দোলনরত শ্রমিক নেতাদের টার্মিনেশন, সাসপেনশনসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ সকল ব্যবস্থা প্রত্যাহার করে- কোন ধরণের উস্কানীমূলক তৎপরতা বন্ধ রাখার জন্য জোর দাবী জানানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে