আব্দুর রহমানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

শনিবার, জুন ১৩, ২০২০,১২:৫৩ অপরাহ্ণ
0
95

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপি সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপি সভাপতি হাজী আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, হাজী আব্দুর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি দারুসসালাম থানা বিএনপিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দারুসসালাম থানা বিএনপির বড় ধরনের ক্ষতি হলো।

মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আব্দুর রহমানের সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। শোকবার্তায় আব্দুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব।

গতকাল শুক্রবার (১২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে