[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পার্বত্য চট্টগ্রাম শান্তিচূক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ্’র সহধর্মিনী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্-এর মাতা মুক্তিযোদ্ধা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতের প্রত্যক্ষদর্শী শাহান আরা বেগমকে আজ সকালে বরিশাল মুসলিম কবরস্থান সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে গার্ড অভ অনার এবং জানাজা শেষে বরিশাল মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।