[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবগারি শুল্ক বৃদ্ধি পাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণের ওপর। অর্থাৎ, নতুন অর্থবছরে ব্যাংক অ্যাকাউন্টে যত বেশি টাকা থাকবে তত বেশি কর দিতে হবে। তবে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবের আবগারি শুল্ক আগের মতো রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ কথা বলা হয় ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।
বছরের যেকোনো সময় ব্যাংক অ্যাকাউন্টে ১০ লাখ থেকে ১ কোটি টাকা থাকলে ৩ হাজার টাকা আবগারি শুল্ক হিসেবে কেটে নেওয়া হবে। এত দিন নেওয়া হতো আড়াই হাজার টাকা। একইভাবে ১ কোটি থেকে ৫ কোটি টাকা থাকলে কেটে নেওয়া হবে ১৫ হাজার টাকা, যা আগে ছিল ১২ হাজার টাকা। আর ৫ কোটির বেশি টাকা থাকলে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক আদায় করা হবে, এত দিন যা ২৫ হাজার টাকা ছিল।