[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সামরিক অভিযানে কমপক্ষে ২৫ জঙ্গি নিহতের দাবি জানিয়েছে আফগানিস্তান সরকার। সোমবার (৯ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে ওই অভিযান চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, ওই অভিযানে বিদ্রোহীদের একটি ঘাঁটিও ধ্বংস করা হয়।
নাসরাত রাহিমি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল খোশাল সাদাতের তত্ত্বাবধানে সশস্ত্র জঙ্গিদের নির্মূল না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। অবশ্য এ অভিযানকালে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেননি তিনি। ওয়ার্দাক প্রদেশ কার্যত দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানদের নিয়ন্ত্রণে। তবে তালেবানদের পক্ষ থেকে সরকারি বাহিনীর অভিযান সম্পর্কে কোনও মন্তব্য পাওয়া যায়নি।