[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্থলমাইন বিস্ফোরণে আফগানিস্তানের দক্ষিণে গজনী প্রদেশে একই পরিবারের ৪ জনসহ অন্তত ৭ শিশু নিহত হয়েছে । আহত হয়েছে আরও দুজন।
শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি বলেন, খেলার সময় শিশুরা মাইনের ওপর পা রাখলে এটি বিস্ফোরণ ঘটে।
তালেবান এই মাইন পুঁতে রেখেছিলো নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।
গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স ৭ থেকে ৯ বছরের মধ্যে । তাদের মধ্যে ৪জন ছিল একই পরিবারের ।