[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি সেনা সদস্য বহনকারী বাসে অন্তত ১০ জন নিহত হয়েছেন বোমা হামলায়। এ ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) জালালাবাদে এ হামলা চালানো হয়।
নানাগারজার প্রদেশের গভর্নর আতাউল্লাহ খোগ্যানি বলেন, বোমাটি রাখা হয়েছিল রাস্তার পাশে একটি মোটরসাইকেলে। বাস সেটিকে অতিক্রমের সময় এর বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বাসে থাকা শিশুসহ ১০ জন বেসামরিক লোক নিহত ও ২৭ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কতজন সামরিক সদস্য আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।
তবে এখন পর্যন্ত আফগান তালেবান বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।