[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে টানা পঞ্চমদিনের মতো অনুশীলন করেছে। আজ বুধবার আবারো বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে জেমি ডে বাহিনী কাল বিকেএসপিতে ফিটনেস টেস্ট দেয়ার পর।
অনুশীলন শুরু হয় বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে। আবাহনীর হয়ে এএফসি ক্লাব কাপে খেলতে যাওয়া ফুটবলাররা ছাড়া দলের সঙ্গে আছেন বাকি সবাই। গুরুত্ব দেয়া হয়েছে ফিনিশিংয়ে এদিন। ভালো সুযোগ তৈরি করেও, বাংলাদেশকে ফিনিশিংয়ে ব্যর্থতায় বারবার গোলমুখ থেকে ফিরে আসতে হয়। তাই এবার এই দুর্বলতা কাটাতে বেশ মনোযোগী পুরো দল। আফগানিস্তানের শক্তিমত্তা ও দুর্বলতাগুলো যাচাই করে, বাংলাদেশের ফুটবলাররা পুরোপুরি প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চায়।