আনন্দবাজার পত্রিকার রিপোর্ট আমার লেখা নয় : কুদ্দুস আফ্রাদ

সোমবার, জুন ২২, ২০২০,৭:১৯ পূর্বাহ্ণ
0
90

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফ্রাদ ওই পত্রিকার সমালোচিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি, ওই প্রতিবেদন তার লেখা নয়।

রবিবার (২১ জুন) কুদ্দুস আফ্রাদ নিজের ফেসবুক পেজে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, আনন্দবাজার পত্রিকার অনলাইনে গত ২০ জুনের একটি রিপোর্ট নিয়ে জোর বিতর্ক চলছে ফেসবুকে। রিপোর্টটি ঢাকার ‘নিজস্ব সংবাদদাতা’র বরাতে প্রকাশিত হওয়ায় এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ আরো লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, এ রিপোর্টটি আমার লেখা নয়। আমি নিজে এ রিপোর্টের প্রতিবাদ জানাচ্ছি।

বলা বাহুল্য, রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক যে ‘তলানীতে’ এবং ‘কূটনৈতিক উদ্বৃতি’ ব্যবহার-ই বলে দেয় রিপোর্টটি ঢাকা থেকে লেখা হয়নি। এ রিপোর্ট নিয়ে বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়ার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি দুর করতে ব্যাখা দেওয়া হলো।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে