আত্মসাতের ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ সঞ্চয় অফিসের সহকারী আটক

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯,৯:১৬ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নওগাঁয় দুদকের একটি দল সঞ্চয় অফিসের এক সহকারীকে আটক করেছে গ্রাহকের দুই কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে। এ সময় তার কাছ উদ্ধার করা হয় থেকে ২২ লাখ ৮৭ হাজার টাকা।

দুদক জানায়, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় অফিসের সহকারী সাদ্দাম হোসেন ২ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন-এমন অভিযোগে দুদকের রাজশাহী কার্যালয়ের একটি তদন্তকারী দল সেখানে অভিযান চালায়। এ সময় অফিসটির উচ্চমান সহকারী হাছান আলীকে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ আটক করা হয়। তাকে হস্তান্তর করা হয়েছে জেলা সদর থানায়।

সাদ্দামকে দুর্নীতিতে সহায়তা করতেন হাছান আলী এবং উদ্ধার করা অর্থ আত্মসাতের টাকার অংশবিশেষ বলে জানায় দুদক। জব্দ করা টাকা জেলা প্রশাসকের কোষাগারে জমা দেয়া হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে