[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত কয়েকদিনের তুলনায় রোববার (২১ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য বাড়লেও, শীতের তীব্রতা তেমন কমেনি। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে দুপুরের দিকে ঢাকার আকাশে সূর্য দেখা যেতে পারে। রাজধানী ঢাকা সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া। এই মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই গন্তব্যে ছুটছে সাধারণ মানুষ।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরো দু’এক দিন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি বেশি।