[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দক্ষিণের মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী সেলিম। আর উত্তরে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন আতিকুল ইসলাম।
কাউন্সিলর পদ প্রত্যাশীরাও মনোনয়ন ফরম জমা দেন। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। দক্ষিণে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায়, এরই মধ্যে ইশরাকের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।