[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ শনিবার রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাতকার। দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে বিকাল ৫টায় গুলশানে।
জানা গেছে, দলটির পাঁচ নেতা এ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে গতকাল শুক্রবার আবেদন ফরম জমা দিয়েছেন। তারা হলেন-রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিনস, সদ্যপ্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সহধর্মিণী সুফিয়া হোসেন, তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য। এছাড়া মসিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমান জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য। ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি তিনি।