[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ মঙ্গলবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। ৯ দিন থেকে মাঝারি তাপপ্রবাহ চলাকালে গত সোমবার রাতে দেশজুড়ে নামে স্বস্তির বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ,আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গা, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে সেই সাথে শিলাবৃষ্টি হতে পারে।