আজ বেগম সুফিয়া কামালের ১০৯তম জন্মদিন

শনিবার, জুন ২০, ২০২০,৮:২১ পূর্বাহ্ণ
0
422

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ শনিবার বাংলাদেশের নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ‘জননী সাহসিকা’ খ্যাত কবি বেগম সুফিয়া কামালের ১০৯তম জন্মদিন।

১৯১১ সালের ২০ জুন এই বরেণ্য কবি বরিশালের শায়েস্তাবাদের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।

বাসস জানায়, সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘কবি বেগম সুফিয়া কামালের সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ সংস্কার, নারীমুক্তি এবং শিশুতোষ রচনাসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনী আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।’

সুফিয়া কামাল মানবমুক্তি, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেরও পুরোধা ব্যক্তিত্ব। তিনি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। অংশ নিয়েছেন প্রতিটি প্রগতিশীল আন্দোলন সংগ্রামে। ১৯৫৬ সালে তিনি শিশু সংগঠন কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে