আজ বিকেলে সংসদে বাজেট অধিবেশন

রবিবার, জুন ৫, ২০২২,১২:১৯ অপরাহ্ণ
0
10

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ রবিবার বিকেল ৫টায় জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে। এর আগে করোনা পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনেকটা নিয়ম রক্ষার সংসদ অধিবেশন বসলেও এবার সব কিছু স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার কারণে আগের দুটি বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল কম। মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলো ছিল সংক্ষিপ্ত।

সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দিয়েছিলেন। করোনার সংক্রমণ এখনো শেষ না হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে। তবে সংসদ সদস্যরা চাইলে প্রতি কার্যদিবসে সংসদে যোগ দিতে পারবেন।

সাংবাদিকরাও সংসদ ভবনে গিয়ে অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে পারবেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, এবার বাজেট অধিবেশন হবে দীর্ঘ। জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে