[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানানো হয়েছে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
দলের সূত্রগুলো জানায়, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৫টি পৌরসভার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে এ সভা আহ্বান করা হয়েছে। গতকাল ওই সব পৌরসভায় দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া শেষ হয়েছে। মোট ১০৫টি ফরম বিতরণ করা হয়।