আজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক

বুধবার, অক্টোবর ৯, ২০১৯,৫:১৬ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বুধবার (৯ অক্টোবর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এদিকে, দলের জরুরি সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করেছে দলটি। এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল আজ দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপির দপ্তর পক্ষ থেকে খুদে বার্তায় তা বাতিল করা হয়েছে বলে জানানো হয়। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, বুয়েটে একজন মেধাবী ছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে ভারতের সঙ্গে হওয়া চুক্তির ইস্যুকে কেন্দ্র করে। এ ইস্যুতে কর্মসূচি দেওয়া যায় কি না-তা ভাবা হচ্ছে। আজ স্থায়ী কমিটির বৈঠকে মানববন্ধন, ফেনী নদী অভিমুখে রোডমার্চসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ভারতের সঙ্গে করা চুক্তির বিরুদ্ধে ধাপে ধাপে কর্মসূচি দেবে বিএনপি।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে