আজ পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী

রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০,৮:৩৮ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ রবিবার ৭৮তম জন্মবার্ষিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে মরহুমের জন্মস্থান রংপুরের পীরগঞ্জে।

জানা গেছে, রংপুর মহানগর এবং তাঁর জন্মস্থান লালদীঘি ফতেহপুরে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণসহ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন ড. এম এ ওয়াজেদ মিয়া। তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন ৬৭ বছর বয়সে। পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় তাঁর লাশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে