[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসানো হচ্ছে আজ। সেতুর জাজিরা প্রান্তে ১৭-১৮ নম্বর পিয়ারের ওপর ৩-ই স্প্যানটি বসানো হবে। এতে সেতুর দুই হাজার ৭০০ মিটার দৃশ্যমান হবে। এর আগে গত ২৬ নভেম্বর সেতুর ১৭তম স্প্যানটি ২২ ও ২৩ নং পিলারের ওপর সফলভাবে বসানো হয়।
পদ্মা সেতুর একজন দায়িত্বশীল প্রকৌশলী জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭-১৮ নম্বর পিয়ারের উদ্দেশে ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হবে। আবহাওয়া ঠিক থাকলে কালই পিয়ারে স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৮তম স্প্যান ৩-ই। ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানো হলে সেতুর মোট দুই হাজার ৭০০ মিটার দৃশ্যমান হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর চ্যালেঞ্জিং সব কাজ শেষ হয়েছে। এখন দ্রুতই এগোবে পদ্মা সেতুর কাজ। প্রতি মাসে স্প্যান বসবে। চীন থেকে দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে ১৭টি এরই মধ্যে বসানো হয়েছে। গত মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি স্প্যান বসানো হয়েছিল।
ডিসেম্বর মাসেই সেতুর ৪-সি, ৩-এফ স্প্যানসহ মোট তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সেতুর রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও পরিকল্পনা অনুযায়ী চলছে। আগামী ২০২১ সালের জুন মাসেই পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দ্বিতল এ সেতুর উপরিভাগ দিয়ে চলবে গাড়ি আর নিচ দিয়ে চলাচল করবে ট্রেন।