[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আজ থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব বলেন, সকল বিভগের চেয়ারম্যান ও ডিনদের সাথে অনুষ্ঠিত বৈঠকে আজ ১৮ অক্টোবর থেকে সকল বিভাগের অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে একমত পোষণ করা হয়েছিল এবং এ প্রেক্ষিতে সকল বিভাগে নোটিশ পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, এর আগে ইউজিসির নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু করেছিল বশেমুরবিপ্রবি। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং দূর্বল নেটওয়ার্কের ফলে পরীক্ষামূলক ক্লাসে উপস্থিতির হার ছিল খুবই কম। বর্তমানে করোনার এই মহামারীর মধ্যে অনেক শিক্ষার্থীদের পক্ষে অধিক মূল্যের ইন্টারনেট এবং প্রয়োজনীয় ডিভাইসের অপ্রতুলতা ক্লাস শুরুর জন্য বড় চ্যালেঞ্জ।
এ বিষয়ে উপাচার্য বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি যেসকল শিক্ষার্থীদের সমস্যা রয়েছে তাদেরকে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ক্লাসে উপস্থিত করার এবং এ লক্ষ্যে আমরা প্রতি বিভাগ থেকে সকল শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করেছি।