[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ জাতীয় কন্যাশিশু দিবস। ‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে প্রতিবছর রাজধানীসহ দেশের জেলা ও উপজেলাগুলোতে একযোগে দিবসটি উদযাপন করা হলেও এ বছর দুই ভাগে উদযাপন করা হচ্ছে দিবসটি। প্রথম ভাগে আজ বুধবার দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হচ্ছে। আর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে রাজধানী ঢাকায় দিবসটি উদযাপন করা হবে আগামী ৬ অক্টোবর।
এ বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পাঁচ তারিখ হওয়ায় সেদিনই বিশ্ব শিশু দিবস পালন করা হবে। পাশাপাশি অক্টোবরের পাঁচ থেকে ১১ তারিখ পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ ২০২০ পালন করা হবে।