আজ জাতীয় কন্যাশিশু দিবস

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০,৯:০৬ অপরাহ্ণ
0
174

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ জাতীয় কন্যাশিশু দিবস। ‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে প্রতিবছর রাজধানীসহ দেশের জেলা ও উপজেলাগুলোতে একযোগে দিবসটি উদযাপন করা হলেও এ বছর দুই ভাগে উদযাপন করা হচ্ছে দিবসটি। প্রথম ভাগে আজ বুধবার দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হচ্ছে। আর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে রাজধানী ঢাকায় দিবসটি উদযাপন করা হবে আগামী ৬ অক্টোবর।

এ বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পাঁচ তারিখ হওয়ায় সেদিনই বিশ্ব শিশু দিবস পালন করা হবে। পাশাপাশি অক্টোবরের পাঁচ থেকে ১১ তারিখ পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ ২০২০ পালন করা হবে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে