[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ বিকালে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নিয়ে। আজ বুধবার বিকাল ৩টায় ইউজিসি মিলনায়তনে বৈঠক হবে বলে জানা গেছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ইউজিসি এবার থেকেই কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই। তবে আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের মতোই। আজ বিকালে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠকে বসছে ইউজিসি এই পরিস্থিতিতে।