[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী আর বনি সেনগুপ্ত আজব প্রেমে জড়ালেন। দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প মানেই শ্রাবন্তীর মুখটা আগেই ভেসে ওঠে দর্শকের চোখে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জি বাংলা অরিজিনালসের ৫ বছর পূর্তি উপলক্ষে চ্যানেলের নিবেদন অন্যরকম ছবি ‘আজব প্রেমের গল্প’। রাজা চন্দের পরিচালনায় যার নায়িকা শ্রাবন্তী, নায়ক বনি সেনগুপ্ত।
সম্প্রতি, কলকাতার এক পাঁচতারা হোটেলে ছবির নাম ঘোষণা হয়। সেখানে উপস্থিত ছিলেন নায়ক-নায়িকা-পরিচালক এবং বাকি সহঅভিনেতারা। কমার্শিয়াল ছবি মানেই সেখানে চাই বিনোদনের উপাদান। আর শ্রাবন্তী-বনি কমার্শিয়াল ছবি অতি পরিচিত মুখ।
এই ছবি দিয়ে নতুন জুটি বাঁধলেন বনি-শ্রাবন্তী। তাই স্বাভাবিকভাবেই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে সবার। আগামী বছর গরমে মুক্তি পাবে ছবিটি। শুট হবে শীতজুড়ে। সহ অভিনেতা হিসেবে দেখা যাবে পল্লবী চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি, তন্বী লাহাকে।
সূত্র: এনডিটিভি
































